About Us

মুভি বা সিনেমা আমাদের দৈনন্দিন জীবনের একটা অন্যতম বিনোদনের মাধ্যম। কৈশরে কিংবা যুবক বয়সে এমনকি বৃদ্ধ বয়সে এসেও আমরা বিনোদনের খোরাক হিসাবে মুভিকেই বেছে নেই। পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং তাদের ভাষাও ভিন্ন ভিন্ন। প্রতিটা দেশেই প্রায় তাদের নিজস্ব মুভি ইন্ডাস্টি থাকে, তারা তাদের নিজ ভাষায় মুভিগুলো তৈরী করে আর দর্শকরা তাদের অবসরে সেই মুভিগুলো উপভোগ করে, ভালো লাগার মুহুর্ত গুলো ব্যয় করে। কিন্তু সব দেশের ভাষা সবার বোধগম্য নয়। তাই বোধগম্য সমস্যার একমাত্র সমাধান হিসাবে কাজ করে সাবটাইটেল। বিশ্বের বিভিন্ন ভাষার মুভির, সিরিজগুলো আমরা সহজেই সাবটাইটেল দিয়ে উপভোগ করতে পারি। নিয়মিত বিভিন্ন ভাষার সাবটাইটেলের বিচরণ ঘটছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে বাংলা সাবটাইটেলের বিচরণ দিনকে দিন বেড়েই চলেছে। কিছু বছর পূর্বেও বাংলা সাবটাইটেলের দর্শক চাহিদা ছিল খুবই নগন্য। সময়ের প্রবাহে ক্রমাগত ভাবে এর চাহিদা বেড়েই চলেছে। নিয়মিত ভালো ভালো সাবটাইটেল অনুবাদকের চাহিদাও বাড়ছে। বর্তমানে অনলাইনে প্রায় ৫০০০ এর অধিক বাংলা সাবটাইটেল আছে। যা ক্রমাগত বেড়েই চলেছে।

তাই আমরা আমাদের সাইটে অনুবাদকদের তৈরীকৃত সাবটাইটেল্গুলো সংগ্রহ করে ,বাংলা সাবটাইটেলকে আরও এগিয়ে নিতে ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি।

আমাদের সাইট ভিজিট করে আপনি আপনার পছন্দের সাবটাইটেল খুঁজে নিতে পারেন এবং আপনার পছন্দের মুভির সাবটাইটেল সাইটে না থাকলে তার জন্য রিকুয়েস্ট করতে পারেন।

 

বাংলা ভাষা ও বাংলা সাবটাইটেলের বিচরণ আরও অনেকদূর এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি আমরা মুভিপ্রেমিরা।

ধন্যবাদ।

Comments are closed.