সাধারণ ১৪ বছর বয়সী কিশোরী ন্যাম। স্কুলে শন নামের তার এক সিনিয়রের প্রেমে পড়ে যায়, যে কিনা স্কুলের অনেক পপুলার একজন ছাত্র। বেশ সুদর্শন এবং তুখোড় একজন ফুটবল প্লেয়ার। ন্যামসহ স্কুলের অনেক মেয়ের ক্রাশ।অন্যদিকে ন্যাম দেখতে তেমন আহামরি নয়। তবুও সে হাল ছাড়তে রাজি নয়। শনের চোখে পড়তে সম্ভাব্য সকল চেষ্টাই চালিয়ে যায়।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।