একটি ছোট গ্রামের এক বাড়ীতে আশ্রয় নেয় বেশ ধনী একজন পথিক। ওই বাড়ির আশেপাশে কোনো বাড়ী নেই। বাড়ীর লোকেরা বেশ গরীব। তারা বিভিন্ন আর্থিক সমস্যায় ভুগছে। ওই অজানা অতিথি তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে চাইলে তারা বুঝে যায় সে বেশ বড়লোক, সাথে ভাল টাকাও এনেছে। তাই তারা তাকে হত্যা করে টাকা নেওয়ার পরিকল্পনা করে। এরপর তারা তাকে হত্যা করতে পারি কি পারে না তা জানতে মুভিটা দেখে ফেলুন। আর সেই অজানা পথিকই বা কে??
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।