
সম্পূর্ণ কাহিনীটা আবর্তিত একজন হিটম্যান, তার মেয়ে পার্টনার, এক বোবা মাস্তান এবং এক মেয়েকে নিয়ে যে তার কাল্পনিক বয়ফ্রন্ডের খোঁজে আছে। হিটম্যান তার এই পেশা ছাড়তে চায়, তাই সে তার লাস্ট কিল করে থেমে যেতে চায়। কিন্তু তার মেয়ে পার্টনায় চায় না সে থামুক। অন্যদিকে বোবা মাস্তান রাতের বেলা সবাইকে জ্বালায়। কিন্তু একদিন হুট করে সেই কাল্পনিক বয়ফ্রেন্ড কে খুঁজতে থাকা মেয়ের প্রেমে পড়ে যায়। এভাবেই মুভির কাহিনী এগোতে থাকে।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।