
সহজ সরল ফরেস্ট গাম্পের (টম হ্যাংকস) জীবনে কাকতালীয় কিছু আলোচিত ঘটনার সন্নিবেশ ঘটানো হয়েছে। জন এফ কেনেডির সাথে সাক্ষাৎ, জন লেনন হত্যা, ওয়াটারগেট কেলেঙ্কারি, ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে শহরে বন্দরে গ্রামাঞ্চলে দৌড়ের রেকর্ড সৃষ্টি। অন্যতম অনুপ্রেরণামূলক মুভিগুলোর একটি।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।