- Genre: Thriller, Drama
- Movie Runtime: 01:41:44
- Language: Telegu
- Google Users Like: 88%
- IMDb: 6.1
- Print: WEB-DL
Subtitle Created By:
এফ জে নয়ন
যুবায়ের রহমান
রেটিং দিনঃ




(No Ratings Yet)
Loading...
Movie Story:
একটা ভালো মুভির অন্যতম দিক হলো – এর গল্প। সেটার ওপর নির্ভর করে মুভিটা বানানো হয়েছে। মুভিতে নেই কোনো গান, নেই কোনো কমেডি, নেই কোনো ক্যারেক্টর ডেভেলপমেন্ট। আছে শুরু থ্রিলের পর থ্রিল, তার উপর থ্রিল। মুভির পুরো শুটিং দেশের বাইরে করা হয়েছে। সকল থ্রিলার মুভির মতো না বানিয়ে, মুভির ডিরেক্টর চেয়েছেন যাতে দর্শকও মুভিতে সংযুক্ত হতে পারে। তাই ফরেইন মুভির মতো অল্প সময়ের মধ্যে অনেক ভালো মুভির উপহার দিতে পেরেছেন। মুভির বিজিএম, সিনেমাটোগ্রাফি, ড্রোনের ব্যবহার আপনাকে অন্য এক স্বাদ দিবে। সাইকোপ্যাথ থ্রিলার মুভি “গাথাম”। আমেরিকার এক কাপল- ঋষি আর আদিতি। সম্প্রতি ঋষি বড় এক দূর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেও, তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তার গার্লফ্রেন্ডের সাথে সুদূরে অবস্থিত তার বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, উপায় না পেয়ে এক অপরিচিত মানুষের বাসায় আশ্রয় নেয়। সেখানে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। আর তাদের পালানোর কোনো পথও নেই। তারা কি পারবে সেখান থেকে বের হতে আর কেনই বা তাদের সাথে এরকমটা ঘটছে জানতে হলে দেখতে বসে পড়ুন। আশা করি সম্প্রতি রিলিজপ্রাপ্ত অন্যসব থ্রিলার মুভির চেয়ে আলাদা স্বাদ পাবেন।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।