Subtitle Created By “টিম থাম্বি“
- Movie Runtime: 2:22:01
- Genre: Action/Thriller
- Industry: Kannada
Give Rating:




(No Ratings Yet)
Loading...
Movie Story:
ঘুম পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে কিন্তু ঘুম পছন্দ করেন এর সংখ্যাটা বেশিই হবে। মানুষের বাঁচার জন্য ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এইটা আমরা সবাই জানি কিন্তু সেই ঘুম যদি পরিমাণের অতিরিক্ত হয় তাহলে তার পরিণাম কি হতে পারে এবং আমাদের জীবনটা কেমন দুর্বিষহ হয়ে উঠতে পারে তার ধারনাই হয়তো আমাদের নেই আর এমন কন্সেপট নিয়ে এমন মুভি হয়ত আর হয় নি।
স্লিপিং বিউটি সিনড্রোম’ নামটা যতটা সুন্দর মনে হচ্ছে ঠিক ততোটাই ভয়ানক কেননা আমরা যেখানে ৬-৭ ঘণ্টা ঘুমিয়ে থাকি সেখানে এই রোগের রোগীরা ১৮ ঘণ্টা ঘুমিয়ে থাকে আর বাকি ৬ ঘণ্টা জেগে থাকতে পারে এমনকি এর চাইতে কম সময়ও আর কি! আসলে কান্নাডা মুভি নিয়ে আলাদা করে কিছু বলার নেই ওদের থিম, মেকিং সবকিছুই অনেক চমৎকার এতে কোন সন্দেহ নেই। আর এই মুভির ক্ষেত্রেও তাই হয়েছে। আস্তে আস্তে যখন মুভির অর্ধেকে গেলাম তখন একবার মনে হলো কি ব্যাপার কোরিয়ান “মিড নাইট রানার” মুভিটার থিম দিয়ে রিমেক করলো না তো? পরে বুঝতে পারলাম যে না তারা রিমেকের পথে হাটে নি বরং আরেক নতুন্ত্বের দিকে এগিয়েছে। সর্বোপরি টুইস্ট গুলা ছিল চমৎকার ইভেন শেষটায় রয়েছে এক বড় চমক।
যদি অভিনয় নিয়ে বলতে চাই তবে বাচ্চা মেয়েটার অভিনয় ছিল অনেক ন্যাচারাল এবং রিয়েলিস্টিক।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।