ফ্লাইট অ্যাটেনডেন্ট জ্যাকি ব্রাউন নিজের কাজের পাশাপাশি চোরা চালানের কারবার করে থাকে। ডিটেক্টিভ দারগাস ও রে নিকলেট তাকে হাতেনাতে হাফ মিলিয়ন ডলার আর কোকেন সহ ধরে ফেললে টাকাটা কার, কাকে দিবে এই প্রশ্নের জবাবে জ্যাকি ব্রাউন মুখে কুলুপ আটে। কিন্তু চোরাচালানের দায়ে জ্যাকি ব্রাউনের ২ বছরের জেল হতে পারে এই দাবি করে ডিটেক্টিভরা তাকে প্রস্তাব দেয় সে যদি ক্রিমিনালদের ধরতে সহযোগিতা করে তাহলে তারাও জ্যাকি ব্রাউনকে সহযোগিতা করবে।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।