
গত ১৪ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি দেওয়া হয় এই সিনেমাটি। Johaar অর্থ “জয় হোক”। মুভিটা মূলত ৪ জন মানুষের জীবনের সংগ্রামকে কেন্দ্র করে এগিয়ে গেছে। প্রথমজন, একজন প্রবীন ব্যক্তি যিনি আজীবন সংগ্রাম করেছে তার স্বপ্নের ছাত্র হোস্টেলের কাঠামোগত উন্নয়নের জন্য, দ্বিত্তীয় জন একজন বেশ্যার মেয়ে, যার স্বপ্ন মেডিকেলে পড়ালেখা করা, তৃতীয়জন, একজন সার্কাস দেখানো মেয়ে, যার স্বপ্ন অনেক বড় ক্রীড়াবিদ হয়ে অলম্পিকে দেশের জন্য মেডেল ছিনিয়ে আনা, চতুর্থ জন যারা স্বামী অবিশুদ্ধ পানি খেয়ে কিডনী রোগে আক্রান্ত হয়ে মারা যান, তার পাশাপাশি তার মেয়েও একই রোগে আক্রান্ত হয়, সে অভাগী মায়ের মেয়ের জীবন বাচানো নিয়ে সংগ্রাম। মুভিটা আপনাকে কিছুক্ষন পর পরই নানানভাবে ভাবাবে।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।