বিমুভির কাহিনি আবর্তিত হয়েছে ১৮ বিশ্বকাপের ফাইনালের পর। দেখানো হয়েছে ফ্রান্সের বিভিন্ন ধর্ম , বর্ন ও সংস্ক্রৃতির মানুষকে। এই শহরে নতুন পুলিশের চাকরিতে বদলী হয়ে আসে স্টিফেনি রুইজ। সে যোগ দেয় তার ইউনিটের ক্রিশ এবং গোয়াডার সাথে। যারা কিনা ক্ষমতার বলে প্রায়ই আশেপাশের মানুষকে বিরক্ত করে। কিন্তু রুইজের সেটা পছন্দ নয়। কিন্তু হটাত সেইদিনই পাশের এক সার্কাসের সিংহ ছানা চুরি হয়, আর এতে করে শুরু হয় বিশাল ঝামেলার।
Give Rating:
(No Ratings Yet)
Loading...
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।