- Genre: Comedy, Drama
- Movie Runtime: 2:00:56
- Language: Malayalam
- Google Users Like: 93%
- IMDb: 6.8
- Print: Web-Del
Subtitle Created By:
রবিউল আওয়াল জীবন
রেটিং দিনঃ




(1 votes, average: 5.00 out of 5)
Loading...
Movie Story:
কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যায়। এই মুভিটা দেখেও আপনার এমনটাই বোধ হতে পারে। মুভির নাম ‘মানোহারাম’ যার অর্থ সুন্দর। মালায়ালাম সিনেমাগুলোর নামই এমন অদ্ভুত ধরনের হয়ে থাকে তবে নামের চেয়েও আরও অদ্ভুত তাদের সিনেমার গল্পগুলো। কিছুদিন আগে একটা ট্রেন্ড চালু হয়েছিল যে ” সিম্পলের মধ্যে গর্জিয়াস”।মালায়ালাম মুভিগুলো আমার কাছে মনে হয় “সিম্পলের মধ্যে গর্জিয়াস”। সিনেমাটির প্রধান চরিত্র মানুকে নিয়েই এই সিনেমাটি। মানু (ভিনিথ শ্রীনিভাসন) তিনি পল্লাকাদ উপজেলার চিত্তিল্যাচেরির একজন সৃজনশীল এবং প্রতিভাবান পোস্টার শিল্পী। কিন্তু তার গ্রামের কেউই তার কাজের প্রসংসা করে না কারণ রং তুলির আঁচড়ের এই পোস্টার,ফ্যাস্টুন,ব্যানার মানুষকে আর আকর্ষিত করে না। তারা মনে করে মানু তার বয়সের চেয়েও অনেক বেশি বয়স্ক। শুরুতেই বলেছিলাম যে অভাগা যেদিকে যাই সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যায়।এখানে মানুও একজন অভাগা। কারণ সে যে কাজ করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিয়েছে সেই কাজ দেখে কোন মেয়ে তাকে বিয়ের জন্যও রাজি হয় না। তাদের ধারণা, যে পরিমাণ টাকা মানু উপার্জন করে তা দ্বারা তাদের এক মাসের মোবাইল বিল মিটানোও সম্ভব না।সে কারণে বিয়ের আগের দিন তার হবু বউ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর এর মাধ্যমেই অভাগার জীবনের নানান হতাশা শুরু হয়। একসময় মানু বুঝতে পারে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাকে তার ভালোবাসার এই পেশাটায় কিছুটা পরিবর্তন আনতে হবে। তাই সে তার ঘনিষ্ঠ দুই পার্টনার, প্রভু এবং ভার্গিস ভাইয়ের সু-পরামর্শে একটি প্রিন্টিং প্রতিষ্ঠান শুরু করার সিদ্ধান্ত নেন।এরপর থেকেই তার জীবনে একের পর এক উত্থানপতন, নানান সমস্যা,হতাশা,হীনমন্যতা দেখা দিতে থাকে। সেসব দেখতে হলে শেষ পর্যন্ত উপভোগ করতে হবে মালায়ালাম ইন্ড্রাস্টির চমৎকার এই মুভিটি।
.
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।