
আমরা সবাই-ই জানি “শিক্ষা জাতির মেরুদন্ড”। যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই তত বেশি উন্নত ও স্বয়ংসম্পন্ন। আর এর পিছনের মূল কারিগর হচ্ছে ” শিক্ষক”।
কিশোর অপরাধ, রাজনৈতিক ফাঁদে ফেলে শিশুদের ইউজ করা, একটা নিষ্পাপ বাচ্চাকে একজন নিকৃষ্ট অপরাধীতে পরিণত করা, মাদকাসক্তি প্রভৃতি বর্তমান সমাজের সবচেয়ে বেশি মাথা ব্যথার বিষয়।
আর একজন সত্যিকারের শিক্ষকই পারে শিশুদের এসব ন্যায়-অন্যায়, সৎপথ, সঠিকপথের নির্দেশনা প্রদান করে সত্য-অসত্য, দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নের করণীয় সকল বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে। মোদ্দা কথা “জাতিগঠনে একজনের শিক্ষকের ভূমিকা” কতটা গুরুত্বপূর্ণ সেটাই বিবেচ্য বিষয়।
এসব জিনিসই মূলত মুভিটাতে দেখানো হয়েছে। সাথে “অনুরুদ্ধ” এর গুজবাম্প মিউজিক আর “থালাপাথি বিজয় ও বিজয় সেথুপাতির” সেরা লেভেলের অভিনয় তো আছেই।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।
ধন্যবাদ ভাই এত তাড়াতাড়ি সাবটাইটেল রিলিজ দেয়ার জন্য
আপনাকেও ধন্যবাদ আমাদের সাথেই থাকুন❤️❤️
❤❤
❤️❤️💥
সাবটাইটেল সেরা হয়সে
ধন্যবাদ ভাই, আশা করি সাবটিমকে ভালো মন্দ ফিডব্যাক জানাবেন❤️
অপেক্ষায় ছিলাম ধন্যবাদ আপনাদের ❤
❤️❤️
movie link please
Mlwbd