
আমেরিকায় পাড়ি জমানো কোরীয় দম্পতি জ্যাকব ও মনিকার একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছোট ছেলেটা একটু অসুস্থ, হার্টে সমস্যা। অন্যদিকে বাবা জ্যাকবের চাষাবাদ নিয়ে এক ভিন্নরকম স্বপ্ন। তাই ক্যালিফোর্নিয়া ছেড়ে এসে পড়েছে আরকানসাসের গ্রাম্য পরিবেশে। বাবা মা দুজনেই চিকেন ফার্মে কাজ করে, ছেলের দেখভালের জন্য নেই কেউ, নেই আশেপাশে কোনো হাসপাতাল। তাই ডাক পড়ে নানীমার!
কিন্তু আমেরিকার পরিবেশে বড় হওয়া ডেভিডের নানীমার সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। কারণ এই কোরিয়ার দেশী নানী রাতে নাক ডাকে, ডেভিডকে ভেষজ জিনিসপত্র খেতে বাধ্য করে, আর তার ডিংডং নিয়ে খেপায়! হঠাৎ একদিন নাতি-নাতনিদের নিয়ে নানীমা জঙ্গলে গিয়ে “মিনারি” এর বীজ পুঁতে আসে। আর সেখানে একটা সাপ দেখতে পেয়ে ডেভিড সেটাকে মারার চেষ্টা করে। তখন নানীমা একটা দারুণ কথা বলে, “সাপটাকে মেরো না, ওটা লুকিয়ে পড়বে। এভাবে লুকোতে দেয়ার চেয়ে সৌন্দর্য উপভোগ করাটা শ্রেয়।” আর এভাবেই এগোতে থাকে কাহিনী।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।