মানুষের আবেগ,অনুভূতি, যন্ত্রণা, ঘৃণা,ভালোলাগা ইত্যাদি সমস্ত জিনিসের নিয়ন্ত্রক হচ্ছে মস্তিষ্ক (থ্যালামাস, হাইপোথ্যালামাস)।মস্তিষ্কে এই সবকিছুই এনকোড করা থাকে এবং সিগন্যাল যেভাবে আসে ঐভাবে প্রতিক্রিয়া দেখায়। আর এসব কিছুই হয়ে থাকে মস্তিষ্কের “নিউরন নেটওয়ার্ক” এর মাধ্যমে।যখনই “নিউরন সিস্টেমে” ব্যাঘাত ঘটে তখনই মানুষের “সিজোফ্রেনিয়ায়” আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ নিঃসঙ্গতা, রাগ,ভয় ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখার জন্য নিজের মনের অজান্তে কোনো সত্তাকে কল্পনা করে নেওয়া।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।