বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা দ্বিতীয় কন্নড় মুভি হিসেবে অন্ডু শিকারিয়া কাথে নির্বাচিত হয়। এটি কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম সেরা মিস্ট্রি-থ্রিলাম মুভি। শহরের এক ছেলে তার বাবার সম্পর্কে জানার জন্য গ্রামে আসে। বহিঃবিশ্বে যাকে বিখ্যাত উপন্যাসিক মানায় হয় কিন্তু গ্রামের সবাই সেই ব্যক্তিকে আধা পাগল হিসেবে গণ্য করে। অপরদিকে যাত্রাপালার নৃত্যশিল্পী হর্ষের সাথে ঊমার প্রেম চলে। দুটি গল্প একে-অপরের সাথে সংযুক্ত। কীভাবে একে- অপরের সাথে যুক্ত হলো এবং এর পরণতি জানতে মুভিটি দেখতে বসে পড়ুন।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।