
ইঞ্জিনিয়ারিং ছাত্র উমেশ (নিভিন) অসাধারণ লেভেলের “বাজে” ছাত্র। পরীক্ষায় ফেল করা যার জীবনের অমোঘ নীতি হয়ে দাঁড়িয়েছে। তবু বড়-সর স্বপ্ন দেখতে দোষ কোথায়!?! কখনো হরতালের প্রকোপ থেকে সাধারণ মানুষদের বাঁচানোর তীব্র স্বদিচ্ছা কখনো শর্টফিল্ম বানানোর উচ্চাশা তাও আবার কোরিয়ান ছবির কপি-পেস্ট দেশি ভার্সন। আশা-ইচ্ছা দুটোরই মহাপতন ঘটলে উমেশ সিদ্ধান্ত নেয় চেন্নাই যাবে। যাত্রাপথে সুন্দরী ললনার সাথে লুকিয়ে সেলফি তুলে জীবনের বড় একটা ভুল করে বসে। সেই সেলফি জন্ম দেয় আজন্ম-সমস্যার। কাহিনীর শুরুটা কেবল বললাম। এরপর গল্প এমন জটিল দিকে মোড় নেবে যা সত্যিই….. কল্পনাতীত!
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।