
Movie Story:
কাদামাকুড়ি গ্রামের একমাত্র শিক্ষিত ব্যক্তি কুম্বানায়িল জন স্যারের বড় ছেলে লাল্লু। ভবঘুরে টাইপ সে। বাবার নিষেধ করা স্বত্বেও গ্রামের সাধারন ছেলেদের সাথে সে উঠাবসা করে এবং তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ঐদিকে তার বিয়ের বয়স হলেও সেদিকে তার কোনো পাত্তা নেই। সে এমন একজনকে চায় যার মাঝে সে “স্পার্ক” খুঁজে পাবে অর্থাৎ যাকে দেখলেই তার মনে উদ্দীপনা কাজ করবে। সে এবং তার বন্ধুরা মহিলা কলেজ, মল বা মেলায় সব জায়গায় সেই স্পার্কযুক্ত মেয়েকে খুঁজে কিন্তু কোনো মেয়েকে দেখেই তার মনে উদ্দীপনা কাজ করে না। কিন্তু হঠাৎ একদিন সে তার বন্ধুদের খবরের কাগজে এক নিখোঁজ মেয়ের ছবি দেখিয়ে বলে তার মাঝে “স্পার্ক” খুঁজে পেয়েছে। এরপরই ঐ মেয়েকে খুঁজতে সবাই নেমে পড়ে মাঠে। মেয়েটাকে কি আদৌ খুঁজে পাবে লাল্লু?আর মেয়েটার সাথে আসলে হয়েছেই বা কি? জানতে পারবেন মুভিতে।
Give Rating:
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।