
“Pulp Fiction” বাংলায় যার অর্থ, কথা সাহিত্য. বিখ্যাত পরিচালক কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত এই মুভিটি বর্তমানে ৯.০ রেটিং নিয়ে IMDB-তে টপ ২৫০ এর মধ্যে ৫ নাম্বার অবস্থানে রয়েছে. মুভিটির কাহিনী মূলত কয়েকটি অংশে বিভক্ত. পরিচালক মুভিটিকে নন-লিনিয়ার পদ্ধতিতে অর্থাৎ মুভির কাহিনীকে আগে-পিছে করে দর্শকের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।