
মুভির শুরুতে দেখা যায় ‘শ্রীর'(হারিশ কল্যাণ) বাবা মা তার বিয়ের জন্য অনলাইনে বিয়ের সাইটে রেজিষ্ট্রেশন করেন।তাদের একটা সুন্দরী ছেলের বউ প্রয়োজন তবে সেটা অবশ্যই আধুনিক কোন মেয়ে নয়। কিন্তু শ্রী(হারিশ কল্যান) তার অফিসের পাশের বিল্ডিং এর একটা স্মার্ট মেয়েকে পছন্দ করে ফেলে। কাজ ফাঁকি দিয়ে সে সর্বদা জানালা দিয়ে সেই মেয়ের দিকেই নজর রাখে।কিন্তু সৌভাগ্যক্রমে একদিন সেই মেয়েটি সেই চাকরি ছেড়ে তাদের অফিসের একটা ‘পোস্টে’ জয়েন করেন। ব্যাপারটা ‘শ্রীর’ কাছে ‘মেঘ না চাইতেই বৃষ্টির’ মতো হয়। এরপর থেকে শ্রী তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকে।কিন্তু মেয়েটা অনেক আধুনিক,স্মার্ট ও বাস্তববাদী। বাকিটুকু জানতে হলে দেখুন মুভিটি।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।