মুভির কাহিনী শুরু হয় সাত্তু (রাজকুমার রাও) ও আরতী (কৃতি) কে নিয়ে, মুভির শুরু তে দেখা যায় যে সাত্তু ও আরতী পরিবার থেকে এদের দু জনের বিয়ে ঠিক করে, কিন্তু একে অপরকে চিনে না, এরপরে তারা বিয়ে কিছুদিন আগে একে অপরকে চেনার জন্য দেখা সাহ্মাত করে এবং তারা দুজন দজনের প্রেমে পড়ে যায়, এরপরে তারা পরিবারের কথায় বিয়ে করতে যায় , কিন্তু বিয়ের দিন রাতে আরতী (আরতী) জানতে পেরে যে PCS পরিহ্মায় পাশ করছে, এবং সে কিছু দিন পরেই সে অনেক বড় অফিসার হবে, কিন্তু বিয়ের আগেই আরতীর (কৃতি) শ্বাশুরী বলে দিয়েছে যে সে বিয়ের পর আর চাকরী করতে পারবে না, আর তার স্বামীও একজন সামান্য ক্লার্ক, আর তারপরে আরতী এক কথে ভেবে বিয়ের দিন রাতে বিয়ে না করে তার বড় অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে পালিয়ে যায়, বেচারা সাত্তু (রাজমুবার রাও) বিয়ে করতে পারলো না, মান সন্মান সব গেলো তার,এলাকার কাউকে মুখ দেখাতে পারে না তারা সবাই মজা করে তাদের কে নিয়ে, আর এই হ্মোপে বদলা নেওয়ার জন্য সাত্তু (রাজমুবার রাও) একটিন (IAS) অফিসার হয়ে যায়, যেটা আরতীর (কৃতি) থেকে বড় অফিসার পদে সে, এখানেই মুভির আসল কাহনী, এবার কি সত্যিই সাত্তু (রাজমুবার রাও) আরতীর উপর উপর বদলা নিতে পারবে?? তা জানার জন্য দেখতে হবে মুভিটি।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।