
গল্পটি জো গার্ডনার নামক এক মিউজিশিয়ানের। সে একটি স্কুলের ব্যান্ড টিচার। কিন্তু তার স্বপ্ন অনেক বড় মিউজিশিয়ান হওয়ার। একদিন সে নামকরা মিউজিশিয়ান ডোরোথিয়া উইলিয়ামসের সাথে শো করার সুযোগ পায় আর সাথে নিজের স্বপ্নপূরণ করার সুযোগ! কিন্তু তখনই ঘটে যায় এক দূর্ঘটনা। ম্যানহোলের ভেতর পড়ে গিয়ে তার আত্মা চলে যায় জীবন ও মৃত্যুর মাঝামাঝি পর্যায়ের এক জায়গায়। শুরু হয় নিজের শরীরে ফিরে যাওয়ার সংগ্রাম, আর দেখা হয়ে ২২ নামের এক অনাগত আত্মার সাথে, যে পৃথিবীতে এখনো জন্মায়নি । সে কি ফিরতে পারবে নিজের শরীরে? পারবে নিজের স্বপ্নকে পূরণ করতে?
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।