
জাস্টিন কোয়েল একজন বৃটিশ কূটনীতিক। তার স্ত্রী টেরেসা একজন মানবাধিকার কর্মী।খুবই চমৎকার প্রেমময় সময় কাটে জাস্টিন টেরেসা দম্পতির। জাস্টিন অবসর কাটায় তার শখের বাগান নিয়ে আর টেরেসা ক্রমশঃ জড়িয়ে পড়ে কেনিয়ার কালো মানুষদের সাথে।টেরেসা এবং তার কৃষ্ণাঙ্গ বন্ধু ডাক্তার আর্নল্ড যায় দুর্গম তুরকানা অঞ্চলে। পরেরদিন সেখান থেকে ধর্ষিতা টেরেসার মৃতদেহ উদ্ধার হয় আর আর্নল্ড নিরুদ্দেশ। কেনিয়া পুলিশ, সংবাদপত্র, বৃটিশ দূতাবাস একযোগে ঘোষণা করে কালো আর্নল্ডই টেরেসাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছে। কিন্তু জাস্টিন কোয়েল এই সমাধান মেনে নেয়না। টেরেসার বলে যাওয়া কথা ও ইংগিত তার মনে সন্দেহ জাগায়। তার সন্দেহ আরও প্রবল হয় যখন টেরেসার কম্পিউটার, সিডি, চিঠিপত্র সব বাজেয়াপ্ত করা হয়। জাস্টিনকে লন্ডনে ডেকে পাঠানো হয় এবং এয়ারপোর্টেই তার কূটনীতিক পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। লন্ডনে এসে এক কিশোর হ্যাকারের সাহায্যে টেরেসার মেইলের চিঠিগুলো উদ্ধার করে। আর এই চিঠিগুলোই তার সামনে খুলে দেয় এক ভয়াবহ গোপন কর্পারেট হত্যাকাণ্ডের সূত্র।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।