
Give Rating:
এক দম্পতির একমাত্র মেয়ে কেয়লা। দম্পতির দুজনেই ডিভোর্স নিয়ে নিজ নিজ সংসার পেতেছেন। কেয়লা তার বাবার সাথে পার্শ্ববর্তী শহরে অবস্থিত ব্যালেট স্কুলে যাওয়ার সময় তাদের সাথে যোগ দেয় তার এক বান্ধবী ব্রিটনি। যাওয়ার মাঝপথে মূত্র ত্যাগের জন্য কেয়লা ও ব্রিটনি এক ব্রিজের কাছে গেলে, কেয়লা তাকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্রিটনিকে কেয়লা পছন্দ করতো না, তাই সে এমনটা করেছে। পানির স্রোতে লাশ হারিয়ে যায়। পরদিন ব্রিটনির বাবা কেয়লার বাসায় তাকে খুঁজতে আসে। তারা তাদের মেয়েকে বাঁচাতে কী করবে? তারা কি পারবে কেয়লাকে আইনী শাস্তি থেকে বাঁচাতে? জানতে হলে এখনই দেখতে বসে পড়ুন।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।