- Genre: Comedy/ Dark Comedy
- Movie Runtime: 01:38:28
- Language: Russian
- Google Users Like: 79%
- IMDb: 6.8
Subtitle Created By:
রবিউল আওয়াল জীবন
রেটিং দিনঃ




(No Ratings Yet)
Loading...
Movie Story:
লোভে পাপ, পাপে মৃত্যু’।লোভে পড়ে মানুষ কখনো কখনো এমন সব অন্যায় কাজে প্রবৃত্ত হয়, তার খেসারত তাকে দিতে হয় জীবন দিয়ে। লোভ যদি একবার কাউকে গ্রাস করে তার আর নিস্তার নেই। মরণব্যাধির মতো তা বাসা বাঁধে মনের মধ্যে। এর সংক্রমণে মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়, ন্যায়-অন্যায় বোধ হারিয়ে যায়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে এমন কাজে লিপ্ত হয় যা তাকে নামিয়ে আনে স্বর্গ থেকে ভূতলে।
অলিয়া তার বাবা আন্দ্রেইকে খুন করার জন্য তারা বয়ফ্রেন্ড মাতবেইকে তাদের বাড়িতে আসতে বলে, তার অভিযোগ তার বাবা তাকে গত ১৫ বছর ধরে ধর্ষণ করে আসছে। তাই সে তার বাবার লাশ দেখতে চায়। অলিয়ার কথানুযায়ী তার বয়ফ্রেন্ড তাদের বাড়িতে আসলে সেখানে বিষয়টা অন্যদিকে মোড় নেয়।
সাবটাইটেলটি ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। উপরের রেটিং অপশন থেকে রেটিং প্রদান করবেন।