Genre: Action, Drama.
Movie Runtime: 2 hr 34 minutes.
Language: English
Google Users Like: 94%
IMDb: 7.7
বিখ্যাত অভিনেতা টম ক্রুজ হলো আমেরিকান ক্যাপ্টেন যে কিনা জাপানে নির্বাচিত নতুন সামুরাই রাজার সৈন্যদের ট্রেনিং দেয়ার জন্য জাপানে যায়! জাপানে নির্বাচিত রাজা আধুনিক জাপান গড়ার লক্ষে সকল সামুরাই নিরাময় এর জন্য সামুরাই দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন! এর যুদ্ধের এক পর্যায় ক্যাপ্টেন (টম) সামুরাইদের কাছে বন্দি হয়ে পরে! কি হয়েছিলো তার পরে? রাজার সামুরাই দমনের ইচ্ছা কি পূরণ হবে? সামুরাইদের জীবন যাপন এবং শত্রুদের বিরুদ্ধে টিকে থাকা লড়াই কেমন হবে?
আমি গেরান্টি দিয়ে বলতে পাড়ি মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে মুভির ভিতরে ঢুকাতে বাধ্য করবে! সাথে অসাধারন ক্রিনপ্লে তে হারিয়ে যাবেন সামুরাই দের অন্য এক জগতে যেখানে আধুনিকতার ছোয়া নেই!
কোয়ারেন্টাইন এ বাসায় অনেকেই ফ্রি বসে থাকেন!
দেখে নিতে পারেন টম ক্রুজের অসাধারণ এই মুভিটি!
ক্যাপ্টেন এর অভিনয় দক্ষতা আপনাকে মুগ্ধ করবেই।
এক কথায় এটি মাস্টওয়াচ ফিল্ম! সবার জন্য।