Genre: Biography, Drama
Movie Runtime: 1 hr 57 minutes
Language: English
Google Users Like: 95%
IMDb: 8.0
জীবনে চলার পথে বাস্তব জীবনে যে কয়েকটা মুভি আপনাকে অসাধারন ভাবে অনুপ্রানিত করবে তার মধ্যে “The pursuit of happyness”অন্যতম । এটি একটি জীবনী ভিত্তিক চলচিত্র মুলকাহিনী আমেরিকান ব্যবসায়ী ও কিংবদন্তী stroke broker (Chris Gardner) এর প্রাথমিক জীবন সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত।
মধ্য বয়েসী একজন মানুষের হঠাত করে ব্যাবসায় ধস, আর্থনৈতিক সংকট, স্ত্রীর চলে যাওয়া, পারকিং ফি না দেওয়ার জন্য জেলে থাকা, বাড়ী ভাড়া না দিতে পেরে হোমলেস হয়ে যাওয়া, একমাত্র ছেলে কে নিয়ে উদ্বাস্তু শিবিরে থাকা||।
এত সব কিছুর ভিতরে ছেলের প্রতি অসম্ভব দায়িত্ব বোধ ও ভালোবাসা, আর একমাত্র আশার আলো stroke broker হওয়ার স্বপ্ন কে বাচিয়ে রাখার যে আপ্রান চেস্টা এবং শেষ পর্যন্ত নিয়োগ পাওয়ার জন্য অসাধারন সংগ্রাম ।।এর প্রত্যাকটি অভিব্যাক্তি মুল চরিত্রে থাকা পিতা উইল স্মিথ ও তার শিশু পুত্র জেডান স্মিথের অসধারন অভিনয় আর চমতকার ডায়লগ ডেলিভারির মাধ্যমে অত্যন্ত সার্থক ভাবে ফুটীয়ে তুলেছেন ।মুভির অত্যন্ত ইন্সপায়ারিং কিছু ডাুয়লগ —
(Will smith to his son): Don’t ever let somebody tell you, you cannot do something not even me.
(Will smith to his son): You got a dream. You got to protect it. People can’t do something themselves they want to tell you, you cannot do it. If you want something go get it.
আমার বিশ্বাস যাদের জীবন কিছুটা ক্রাইসিস এর ভিতর দিয়ে যাচ্ছে, এই মুভিটি তাদের কে একটু হলেও অনুপ্রানিত করবে ।
ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
1.love forecast
2.Heavens postman
ai 2 tar sub title den❤️❤️
ওকে পেয়ে যাবেন।🥰
ar vai Hotel Del Luna ar baki episode gular sub title ready hole diye den❤️❤️
এখনো সবগুলা রেডি হয় নাই😐
ভাই Srirastu Subhamastu movie এর সাবটাইটেল দেন ভাই
Srirastu subhamastu movie bangla subtitle dan Vai please
ভাই এই মুভির কোনো ইংরেজি সাব নেই ভালো মানের। তাই বিসাব করাও সম্ভব হয় নাই।