Created By: রবিউল আওয়াল জীবন এবং আহমেদ শুভ্র
অনুবাদক | এপিসোড | ডাউনলোড লিংক |
রবিউল আওয়াল জীবন | ১ | |
রবিউল আওয়াল জীবন | ২ | |
আহমেদ শুভ্র | ৩ |
Series Story
মূলত ইনভেস্টিগেটিভ ক্রাইম থিলার বলতে আমরা বুঝি কোথাও একটা খুন হবে, পুলিশের কাছে এটার খবর গেলে পুলিশ ঘটনাস্থলে যাবে, নানান ক্লু খুঁজবে তারপর সেই ক্লু ধরে ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং বের করবে আসলে খুনী কে এবং কেন খুন করেছে। তবে ৩ এপিসোডের এই মিনি সিরিজে আপনারা ভিন্ন কিছু দেখতে পাবেন। লন্ডনে এক বাড়ির সামনের ড্রেন জ্যাম হয়ে আছে মানব দেহাবশেষ জমে জমে। সেই বাড়ির ভাড়াটিয়া ডেনিস নীলসনকে একটা খুনের সন্দেহে গ্রেফতার করা হলে সে হড়হড় করে নিজে থেকেই খুনের কথা স্বীকার করে, তবে ১টা বা ২টা খুনের কথা না সে ১৫টি খুনের কথা স্বীকার করেন। তবে সমস্যা অন্য জায়গায় সে যাদের হত্যা করেছে তাদের কারও নাম মনে নেই.! সেই দেশের আইনুযায়ী লাশ চিহ্নিত করা না গেলে দন্ড দেয়া কঠিন। এভাবেই শুরু হয় পুলিশ গোয়েন্দাবাহিনীর মিশন।
**সাবটাইটেল ভালো লাগলে ভালো মন্দ ফিডব্যাক জানাবেন এবং উপরের অপশন থেকে রেটিং প্রদান করবেন।