নরওয়ে পুলিশ ডিপার্টমেন্টের চৌকস ডিটেকটিভ আর্নার আইসল্যাণ্ডের প্রথম সিরিয়াল কিলিং কেসে সাহায্য করতে সুদূর নরওয়ে হতে আইসল্যাণ্ডে আসে।
সিরিয়াল কিলিং কেসের ইনচার্জ কাতার সাথে মিলে তদন্তে নেমে পড়ে যাতে পরবর্তীতে আরও খুন না হয়। কিন্তু খুন হওয়া ভিক্টিমরা একে অপরের সাথে কানেক্টেড নয়। তদন্ত করতে গিয়ে “ভালহাল্লা” নামক এক বয়েজ হোমের নাম উঠে আসে যেখানে ৩৫ বছর আগে ভয়াবহ কিছু ঘটনা ঘটেছিল।
কী সেই ঘটনা! ৩৫ বছর আগের সেই ইতিহাস জানতে হলে দেখে ফেলুন সিরিজটি।
**সাবটাইটেল ভালো লাগলে ভালো মন্দ ফিডব্যাক জানাবেন এবং উপরের অপশন থেকে রেটিং প্রদান করবেন।